পথ চলতে চলতে গৃহস্থের বাড়িতে খাবারের খোঁজ রামলালের

author-image
Harmeet
New Update
পথ চলতে চলতে গৃহস্থের বাড়িতে খাবারের খোঁজ রামলালের

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুরে গুড়গুড়িপাল থানার দুই কিলোমিটার রাস্তায় হেঁটে চলল দাঁতাল। পথ চলতে চলতে খাবারের খোঁজে উঁকি মারল গৃহস্থের বাড়িতে। ঘটনাটি বৃহস্পতিবার সকালে ঘটেছে মেদিনীপুর সদরের চিলগোড়া এলাকায়। শান্ত স্বভাবের বলে স্থানীয়রা নাম দিয়েছে 'রামলাল'। বন দফতর থেকে জানা গিয়েছে, ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর সদরে প্রবেশ করেছে ওই দাঁতাল হাতিটি। দলমা থেকে আসা জঙ্গলমহলের 'রামলাল' ইতিপূর্বে বহু রাস্তায় যানবাহনে হামলা চালিয়েছে। গত এক মাসে ঝাড়গ্রামে দু'জনের মৃত্যু হয়েছে রামলালের আক্রমণে। তারপরও বৃহস্পতিবার দেউলডাঙ্গা থেকে চিলগোড়া পিচ রাস্তা হয়ে জঙ্গলে প্রবেশ করার সময় কৌতূহলী যুবকরা উত্তপ্ত করতে ছাড়লেন না।





 ঝাড়গ্রাম মেদিনীপুর সড়ক ধরে হাতিটি ধীরগতিতে এগিয়ে চলার সময় পাশাপাশি বাড়িতে শুঁড় দিয়ে দরজা, জানালা খুলে খাবারের খোঁজ চালিয়েছে। কয়েকশো লোকজন সকাল থেকে তার পিছু নিয়ে সেলফি তুললেও কোন আক্রমণ করেনি। কয়েক বছর ধরেই এই হাতিটি রাজ্যের জঙ্গলমহলে ইতি উতি ঘুরে বেড়াচ্ছে। বিশাল এই দাঁতাল হাতিটি মন্থর গতিতে সবসময় চলাফেরা করে। ঝাড়গ্রাম জেলাতে বহুবার জাতীয় সড়কের ওপরে গাড়ি দাঁড় করিয়ে খাবার লুট করে খেয়েছে। সম্প্রতি খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে দুই গ্রামবাসীকে 'খুন' করেছে হাতিটি। এদিন রামলালকে বিভিন্ন ভাবে উত্তপ্ত করতে দেখা গিয়েছে। এতে গ্রামবাসীদের অনেকের মধ্যে আতঙ্ক ছড়ালেও কৌতূহলীদের চেঁচামেচি হুল্লোড় কমেনি। পরে বাঘঘরার জঙ্গলে প্রবেশ করে রামলাল। অন্যদিকে পিড়াকাটা ও আড়াবাড়ি রেঞ্জ এলাকায় তিরিশটির বেশি হাতি ডেরা বেঁধেছে। এলাকাবাসীদের সতর্ক করেছে বন দফতর।