সুপ্রিম কোর্টকে অর্থনৈতিক সমস্যা সমাধানের কথা জানালো স্পাইসজেট, ক্রেডিট সুইস

author-image
Harmeet
New Update
সুপ্রিম কোর্টকে অর্থনৈতিক সমস্যা সমাধানের কথা জানালো স্পাইসজেট, ক্রেডিট সুইস


নিজস্ব সংবাদদাতা : অর্থনৈতিক সমস্যা সমাধান হয়েছে বলে দেশের শীর্ষ আদালতকে জানালো উড়ান সংস্থা স্পাইসজেট এবং সুইস ফার্ম ক্রেডিট সুইস এজি।শীর্ষ আদালত স্পাইসজেটকে মাদ্রাজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল প্রত্যাহার করার অনুমতি দেয় যাতে ক্রেডিট সুইস এজি-র বকেয়া পরিশোধ না করার কারণে এয়ারলাইনটিকে বন্ধ করে দেওয়া হয়।প্রধান বিচারপতি এনভি রমনা এবং বিচারপতি হিমা কোহলি এবং সিটি রবিকুমারের সমন্বয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ আদেশে বলেছে, "তদনুসারে, আবেদনের অনুমতি দেওয়া হয়েছে।"এতে বলা হয়েছে, দলগুলোকে সম্মতির শর্তাবলী মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, মাদ্রাজ হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে কিছু পরিমাণ মাদ্রাজ হাইকোর্টে জমা দেওয়া হয়েছিল। দলগুলি অর্থ মুক্তির জন্য আবেদন করার স্বাধীনতায় রয়েছে বলে জানায় আদালত।