নিজস্ব সংবাদদাতাঃ এসএসসি দুর্নীতিকাণ্ডে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায় ও পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। যদিও সূত্রের খবর, এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে হুঁশিয়ারি দিতে শোনা যায়, 'কেউ ছাড় পাবেন না।' এদিকে পার্থের এহেন হুঁশিয়ারিতে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল। অন্যদিকে আদালতে ইডির আইনজীবী দাবি করেছেন যে ইডির নজরে ৩০টি ভুয়ো কোম্পানি ও ৬০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অর্পিতার এলআইসির প্রিমিয়ামের মেসেজ আস্ত পার্থের মোবাইলে। এমনকি ভুয়ো কোম্পানির নামে অ্যাকাউন্ট খুলে নিয়োগ দুর্নীতির টাকা পাচা র হত।