নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝজিয়ায় কোনও ভারী অস্ত্র মোতায়েন করা হয়নি বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রুশ মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, স্টেশন এলাকায় বা আশেপাশের অঞ্চলে রাশিয়ান সেনাদের কাছে কোনও ভারী অস্ত্র নেই। সেখানে শুধুমাত্র গার্ড ইউনিট আছে। যদিও কিয়েভের অভিযোগ, প্ল্যান্টে থাকা ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করছে রুশ সেনারা। এনিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ইউক্রেন সফরের সময় একটি ‘উস্কানি’ পরিকল্পনা ছিল কিয়েভের। প্ল্যান্টে বিপর্যয় তৈরি করেছে রাশিয়া, এমন কিছু দেখাতে চেয়েছিল তারা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেন ওই এলাকায় বাহিনী মোতায়েন করছে। শুক্রবার গুতেরেস ওডেসা সফরে যাওয়ার সময় নিকোপোল শহর থেকে প্ল্যান্টে আর্টিলারি হামলা চালানোর পরিকল্পনা করেছে। মস্কোর এমন অভিযোগ নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝজিয়া। গুরুত্বপূর্ণ কেন্দ্রটির নিয়ন্ত্রণ ধরে রাখতে উভয়পক্ষ লড়াই চালিয়ে যাচ্ছে। কিয়েভের দাবি, বল প্রয়োগ করে কেন্দ্রটি অবরুদ্ধ করে রেখেছে রাশিয়া। এতে যেকোনও সময় বিপর্যয় ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।