রক্তের বিনিময়ে রুশ তেল কিনছে ভারতঃ ইউক্রেনের বিদেশমন্ত্রী

author-image
Harmeet
New Update
রক্তের বিনিময়ে রুশ তেল কিনছে ভারতঃ ইউক্রেনের বিদেশমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে নয়া দিল্লি। কিন্তু, তারপরও এই বিষয় নিয়ে ভারত বিরোধী মন্তব্য করলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা। বৃহস্পতিবার রাশিয়ার থেকে অল্প দামে ভারতের তেল কেনার বিষয়ে তিনি জানিয়েছেন, ওই ছাড় ভারত পাচ্ছে ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে। এদিন ইউক্রেনীয় বিদেশমন্ত্রী জানান, ভারত যে রাশিয়ার থেকে অল্প দামে তেল কিনছে, তা তিনি জানেন। কিন্তু, এর জন্য তিনি একেবারেই বিস্মিত নন। কারণ, “মানব ইতিহাসে যখনই কোনও যুদ্ধ হয়েছে, একদল মানুষকে ভুগতে হয়েছে। আর অন্য একদল যুদ্ধ থেকে লাভবান হয়েছে। ভারত রাশিয়ার কাছ থেকে উচ্চ ছাড়ে অশোধিত পেট্রোলিয়াম পণ্য ক্রয় করছে। এই ছাড় তারা পাচ্ছে ইউক্রেনীয়দের রক্ত দিয়ে, ইউক্রেনীয়দের হত্যা, নির্যাতন, ধর্ষিণের মধ্য দিয়ে।”

 

ইউক্রেনীয় বিদেশমন্ত্রী যে শুধুই ভারতকে আক্রমণ করেছেন তা নয়। ভারতের সঙ্গে বরাবরই ইউক্রেনের খোলামেলা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন তিনি। যুদ্ধ শুরু হওয়ার পর, তাঁদের অন্যতম প্রধান কাজ ছিল বিদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া। তিনি দাবি করেন, বহু ভারতীয় ছাত্রছাত্রী ইউক্রেনকে তাঁদের দ্বিতীয় ঘর বলে মনে করেন। ভারতের সঙ্গে তাঁর দেশের দৃঢ় অর্থনৈতিক সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন কুলেবা। তবে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতেই, ভারত তাঁদের হতাশ করেছে। কুলেবা বলেন, “গোপন করব না, রুশ আক্রমণের পর ভারতের থেকে আমরা আরও কড়া প্রতিক্রিয়া আশা করেছিলাম।”