নিজস্ব সংবাদদাতাঃ বিহারে নতুন জোট সরকার ঘোষিত হয়েছে। ৩১ জন মন্ত্রী নতুন সরকারের জন্য শপথ গ্রহণ করেছেন। বিহারে হাত মিলিয়েছে আরজেডি-জেডিইউ। এদিকে বিজেপিকে এক হাত নিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'আমাদের বদনাম করা ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই। যেদিন থেকে আমরা রাজ্যের মানুষকে ১০ লক্ষ চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছি, সেদিন থেকেই ওরা বিজেপি।'