রাজ আমলের রীতি মেনে মদনমোহন বাড়িতে হল বিষহরি পুজো

author-image
Harmeet
New Update
রাজ আমলের রীতি মেনে মদনমোহন বাড়িতে হল বিষহরি পুজো

নিজস্ব সংবাদদাতা: কোচবিহারের মনসা বিষহরি পুজোয় রীতি আছে বিষহরি পালাগান করার। মূলত রাজবংশী মানুষেরা এই পালাগান গুলি করে থাকেন। তবে প্রায় দু'বছর করোনা অতিমারীর কারণে হয়নি এই পালাগান। তাই দুই বছর পর সব কিছু স্বাভাবিক থাকায় মদনমোহন মন্দিরে মনসা পুজোয় বসতে চলেছে ঐতিহ্যবাহী বিষহরি পালা গানের আসর। চারদিন ধরে মদনমোহন মন্দির চত্বরে ওই পালা গানের আসর চলবে। বিভিন্ন জায়গায় ওই পালাগান যাঁরা করবেন ইতিমধ্যে তাঁদের খোঁজ শুরু করেছে দেবত্র ট্রাস্ট কর্তৃপক্ষ।