নিজস্ব সবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটারদের বারবার বলছেন যে ভারত সবেমাত্র একটি "সোনালী যুগ" শুরু করছে যা পরবর্তী ত্রৈমাসিক শতাব্দী ধরে চলবে। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন,"এই অমৃত কালের প্রথম সকালে আমি গর্বিত জাতিকে দেখে গর্বিত হয়েছি।"
২০২১-এ স্বাধীনতা দিবসের দিনেও নরেন্দ্র মোদির বক্তৃতায় "অমৃত কাল" শব্দটি প্রথম শোনা যায়। তিনি এটিকে পরবর্তী ২৫ বছরের জন্য "নতুন ভারতের" যাত্রা হিসাবে বর্ণনা করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী ৭৫তম স্বাধীনতা দিবসের ভাষণে এই শব্দটি ১৪ বার ব্যবহার করেছেন। এছাড়াও বহু জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বারংবার অমৃত কালের ওপর গুরুত্ব আরোপ করেছেন মোদী।