ওটিটি মঞ্চে বিগ বস ১৫- এ নতুন সঞ্চালক, দেখে নিন কে

author-image
Harmeet
New Update
ওটিটি মঞ্চে বিগ বস ১৫- এ নতুন সঞ্চালক, দেখে নিন কে

নিজস্ব সংবাদদাতাঃ এই প্রথমবার ওটিটি মঞ্চে আসতে চলেছে বিগ বস (Bigg Boss)। এই বছর বিগ বস ১৫- এর প্রথম ৬ সপ্তাহ আগে ওটিটি মঞ্চ ভুট (VOOT)-এ দেখানো হবে। তারপর তা টেলিকাস্ট হবে টিভির পর্দায়। সূত্রের খবর, ওটিটি মঞ্চে বিগ বস ১৫ সঞ্চালনা করবেন করণ জোহার। তবে সলমন ফ্যানদের হতাশ হওয়ার কোন কারণ নেই। জোহার বিগ বসের কেবল কয়েকটি এপিসোড সঞ্চালনা করছেন। বাকি গুলোর দায়িত্বে থাকছেন সলমন খানই।