নিজস্ব সংবাদদাতাঃ বুধবারই চন্দ্রকান্ত পণ্ডিতকে নিজেদের নতুন হেড কোচ হিসেবে মনোনীত করেছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। এরপরই তাঁকে দলে স্বাগত জানিয়েছেন বাদশাহ পুত্র আরিয়ান খান। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ' কে কে আরে আপনাকে স্বাগত স্যার। আমরা খুবই খুশি আপনাকে কোচ হিসেবে পেয়ে। আসন্ন সিজনের জন্য ' করব লড়ব জিতব'। ' প্রসঙ্গত উল্লেখ্য, চন্দ্রকান্ত পণ্ডিত সম্প্রতি মধ্যপ্রদেশকে তাদের প্রথম রঞ্জি ট্রফির শিরোপা এনে দিয়েছেন।