সার্বিয়া-কসোভোর স্থিতিশীলতা ঝুঁকিতে পড়লে হস্তক্ষেপে প্রস্তুত ন্যাটো

author-image
Harmeet
New Update
সার্বিয়া-কসোভোর স্থিতিশীলতা ঝুঁকিতে পড়লে হস্তক্ষেপে প্রস্তুত ন্যাটো

নিজস্ব সংবাদদাতাঃ সার্বিয়া ও কসোভোর স্থিতিশীলতা ঝুঁকিতে পড়লে হস্তক্ষেপের জন্য প্রস্তুত ন্যাটোর শান্তিরক্ষা মিশন। বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিকের সঙ্গে কসোভোর উত্তেজনা নিয়ে আলোচনার পর তিনি এই মন্তব্য করলেন। ব্রাসেলসে সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব বলেন, পরিস্থিতির উন্নতি হয়েছে। আবার যাতে উত্তেজনা ছড়ায় সেজন্য সব পক্ষকে, বিশেষ করে বেলগ্রেদ ও প্রিস্টিনাকে দায় নিতে হবে। 

                            

জেন্স স্টোলটেনবার্গ বলেন, আমি সব পক্ষকে ধৈর্য্য ও সহিংসতা এড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। ন্যাটো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের শান্তিরক্ষা মিশন জাতিসংঘের ম্যান্ডেটের প্রতি মনোযোগী। যদি স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়ে তারা হস্তক্ষেপের জন্য প্রস্তুত আছে।