নিজস্ব সংবাদদাতাঃ ফের ডিজিটাল কোপ কেন্দ্রীয় সরকারের। জানা গিয়েছে, আইটি রুলস, ২০২১-এর আওতায় ৭টি ভারতীয় এবং ১টি পাকিস্তান-ভিত্তিক ইউটিউব নিউজ চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, অবরুদ্ধ ইউটিউব চ্যানেলগুলোতে ১১৪ কোটিরও বেশি ভিউ হয়েছে এবং ৮৫ লাখ ৭৩ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। YouTube-এ ব্লক করা চ্যানেলগুলি দ্বারা জাল ভারত-বিরোধী কন্টেন্ট নগদীকরণ করা হচ্ছে।