নিজস্ব সংবাদদাতা: পুজোর প্রাক্কালে বুকিং থেকে ব্রাত্য চিলাপাতা। পর্যটন কেন্দ্র সম্পর্কে প্রচারের আর্জি রাজ্য সরকারের কাছে জানিয়েছেন এলাকার পর্যটন ব্যবসায়ীরা। ঘন গভীর জঙ্গল বলতে যা বোঝায় চিলাপাতা জঙ্গল তার মধ্যে অন্যতম। ডুয়ার্সের যত জঙ্গল রয়েছে তারমধ্যে চিলাপাতাকে সবচেয়ে গভীর জঙ্গল বললে ভুল হবে না। এই জঙ্গলে পর্যটকদের ভিড়ও খুব বেশি হয় না। সেই কারণেই হয়ত জঙ্গলের মধ্যে শান্তি অনুভূত হয়। ডুয়ার্স সফরে গিয়ে সকলে সবার আগে ছুটে যান গরুমারা, জলদাপাড়া, হলং, জয়ন্তীতে। চিলাপাতা ফরেস্টে খুব বেশি মানুষের আনাগোনা হয় না। ডুয়ার্সের এই জঙ্গল যাত্রা অতি মনোরম, আদিম আর বন্যতায় ভরা।