টোকিও অলিম্পিকঃ ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে জয়লাভ করল ভারত

author-image
Harmeet
New Update
টোকিও অলিম্পিকঃ ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে জয়লাভ করল ভারত

নিজস্ব সংবাদদাতাঃ ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে জয়লাভ করল ভারতের চিরাগ শেট্টি-সাত্ত্বিক সাইরাজ রণকিরেড্ডি জুটি এদিনের ম্যাচে তাঁরা চাইনিজ তাইপেই জুটি লি ইয়াং এবং ওয়াং চি লিন জুটিকে হারাল ম্যাচের ফল চিরাগ-সাত্ত্বিক জুটির পক্ষে, ২১-১৬, ১৬-২১, ২৭-২৫