নিজস্ব সংবাদদাতা : দিল্লি থেকে দেরাদুনে পৌঁছনো যাবে মাত্র আড়াই ঘণ্টায়।দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়ে প্রকল্পের একটি অগ্রগতিতে রাজা জি জাতীয় উদ্যানের ইকো-সংবেদনশীল অঞ্চলের মধ্য দিয়ে যাওয়া শেষ ২০ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।এক বিবৃতিতে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ''দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্রেকথ্রু অর্জিত হয়েছে। রাজা জি জাতীয় উদ্যানের ইকো-সংবেদনশীল অঞ্চলের মধ্য দিয়ে শেষ ২০ কিমি প্রসারিত হয়েছে যেখানে এশিয়ার দীর্ঘতম এলিভেটেড ওয়াইল্ডলাইফ করিডোর (১২ কিমি) নির্মিত হচ্ছে যার মধ্যে ৩৪০ মিটার দাত কালি টানেল রয়েছে।''
প্রকল্পটি সম্পূর্ণ হয়ে গেলে নতুন ছয় লেনের হাইওয়ে দেরাদুন-দিল্লির মধ্যে ভ্রমণের সময় ৬ ঘন্টা থেকে কমে ২.৩০ ঘন্টা এবং দিল্লি-হরিদ্বার ৫ ঘন্টা থেকে কমে হবে ২ ঘন্টা। দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের লনি, বাগপত, শামলি, সাহারানপুর এবং গণেশপুরের মতো এলাকা অতিক্রম করার পরে দুটি শহরকে সরাসরি সংযুক্ত করবে।উত্তরাখণ্ডের এক্সপ্রেসওয়ের ৩.৬ কিলোমিটার থাকবে এবং প্রায় ১৬ কিলোমিটার উত্তর প্রদেশের মধ্য দিয়ে যাবে।