নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার দুদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে পড়শি রাজ্য ওড়িশায়। এদিকে রাজ্যে বৃষ্টি অব্যাহত থাকায় কটকের মুন্ডালি ব্যারেজে মহানদী নদীতে ভারী জল প্রবাহ। হিরাকুদ বাঁধের ৪০টি দরজা খুলে দেওয়া হয়েছে। মহানদী নদীর বন্যার জল ওড়িশার উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে, যার ফলে ১০ টি জেলার প্রচুর সংখ্যক গ্রাম প্লাবিত হয়েছে এবং দুই লক্ষেরও বেশি লোক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে অনুমান করা হচ্ছে।