নিজস্ব সংবাদদাতাঃ মাঙ্কিপক্স নিয়ে ভয়াবহ তথ্য দিল হু। হু এর ডিজি ডঃ টেড্রোস আধানম জানিয়েছেন, গোটা বিশ্বে এখনও পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। গোটা বিশ্বের ৯২ টি দেশে মাঙ্কিপক্সের সন্ধান পাওয়া গিয়েছে।
গত সপ্তাহেই মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৭ হাজার জন। গোটা বিশ্বে এখনও পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। তবে তিনি জানিয়েছেন, মাঙ্কিপক্স রুখতে পারে ভ্যাকসিন। তিনি জানান, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ভ্যাকসিনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।