নিজস্ব সংবাদদাতাঃ করোনা ধরা পড়তেই জোর করে বন্ধ করে দেওয়া হল শপিং মল। শুধু তাই নয়, এক ক্রেতার কোভিড ধরা পড়তেই, সেখানে হাজির প্রত্যেককে জোর করে নিভৃতবাসে পাঠানোর চেষ্টা করা হয় সাংহাইয়ের এক শপিং মলের তরফে। ফলে ওই শপিং মলের দরজায় হুড়োহুড়ি পড়ে যায়। কেউ যাতে মল থেকে বেরোতে না পারেন, নিরাপত্তা রক্ষীরা সেখানে পাহারা দিতে শুরু করেন।
তবে ভিড়ের চাপে শেষ পর্যন্ত দরজা ছেড়ে নিরাপত্তা রক্ষীদের সরে আসতে হয়। চিনের এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই, তা হু হু করে ভাইরাল হয়ে যায়।