অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না করা খিচুড়িতে কেন্নো

author-image
Harmeet
New Update
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না করা খিচুড়িতে কেন্নো



নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না করা খিচুড়িতে কেন্নো, ঘটনায় উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের গঙ্গা দাসপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বুধবার এই নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখায়। জানা যায় মঙ্গলবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এলাকার মানুষজনকে স্কুলের রান্না করা যে খিচুড়ি দেওয়া হয়েছিল সেই খিচুড়িতেই বেরিয়েছিল কেন্নো, এতেই মঙ্গলবার দেখা দেয় উত্তেজনা। কিন্তু এই কথা জানাজানি হতেই বুধবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। তাদের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একেবারেই পরিকাঠামো খারাপ,তার উপরে শিক্ষিকা থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নার গাফিলতির অভিযোগ তুলেছে এলাকাবাসী। অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে উঠেছে এই কেন্দ্রটি। শুধু তাই নয় রাতের অন্ধকারে এখানে বসে দুষ্কৃতীদের আস্তানা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মদের বোতল,তামাক জাত দ্রব্য। যদিও অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন ওই কেন্দ্রের শিক্ষিকা মিনা পাল। তিনি বলেন, "ব্লক প্রশাসন থেকে শুরু করে পৌর প্রশাসন সকলকেই জানিয়েছি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশের কথা।' এমনকি রাতের অন্ধকারে দুষ্কৃতীদের আস্তানা বসে স্কুল চত্ত্বরে,পড়ে থাকে মদের বোতল এমনি অভিযোগ তুললেন তিনিও।এখন দেখার প্রশাসন কী ভূমিকা পালন করে।