ত্রিপুরা পুলিশ এর সদর দফতর থেকে ১৬৫টি ফাইল চুরি

author-image
Harmeet
New Update
ত্রিপুরা পুলিশ এর  সদর দফতর থেকে ১৬৫টি ফাইল চুরি

নিজস্ব প্রতিনিধি-স্বাধীনতা দিবসে আগরতলায় পুলিশ এর সদর দফতর থেকে প্রায় ১৬৫টি গুরুত্বপূর্ণ ফাইল চুরি হয়ে যায়।





ত্রিপুরার পশ্চিম থানার পুলিশ ও বটতলা ফাঁড়ির পুলিশের যৌথ অভিযানে ইতিমধ্যেই দুই সন্দেহভাজন চোরসহ ৩ দোকানদারকে আটক করে পশ্চিম থানায় নিয়ে আসা হয়েছে। ধৃতরা বিজয় ঋষি দাস, তাপস আচার্য, অমিত দে, সুব্রত সূত্রধর এবং সুমন দে।





 D.S.P শঙ্করলাল পুরোকায়স্তের অভিযোগ ছিল যে C.N.13/22/US 457/380 CPC-এর অন্তত ১৬৫টি ফাইল চুরি হয়েছে। পুলিশ সদর দফতরের ভেতরে কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কর্তব্যরত পুলিশ সদস্যদের ভূমিকাতেও সন্দেহজনক দৃষ্টি আকর্ষণ করেছে।সেই সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলাও প্রশ্নের মুখে পড়েছে।