খালি জমিতে পড়ে আছে মরা হাতির পাশে খোঁড়া বিশাল কবর

author-image
Harmeet
New Update
খালি জমিতে পড়ে আছে মরা হাতির পাশে খোঁড়া বিশাল কবর

নিজস্ব সংবাদদাতা: ফসল বাঁচাতে চারপাশে বিদ্যুতের তার, এই তারের সংস্পর্শে এসে মৃত্যু হল এক পূর্ণবয়স্ক হাতির।ঘটনার জেরে চাঞ্চল্য আলিপুরদুয়ারের ভাটপাড়া বিজয়পুরবস্তি এলাকায়।এমনকি হাতিটির মৃতদেহ দেখে জমির মালিক কবর খুঁড়েছিল বলে অভিযোগ। যদিও বনদফতরের কর্মী ও আধিকারিকদের আসার খবর পেয়ে সে ফেরার হয়ে যায়।