New Update
নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার পক্ষে ফের জোরালো সওয়াল করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। একটি আলোচনা সভায় তিনি বলেছেন, দেশের মানুষ যেন সবচেয়ে কম দামে তেল পায়, বিদেশমন্ত্রী হিসাবে তা নিশ্চিত করা তাঁর নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। সেই সঙ্গে আরও একবার মনে করিয়ে দিয়েছেন, ইউরোপের দেশগুলো ভারতের তুলনায় অনেক বেশি পরিমাণে তেল কিনছে। তবুও তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠছে না। ব্যাঙ্ককে প্রবাসী ভারতীয়দের সঙ্গে একটি আলোচনাসভায় জয়শঙ্কর বলেছেন, “বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখলে বোঝা যায়, প্রত্যেকটি দেশ চাইছে তাদের দেশের নাগরিকদের উপরে যেন অত্যাধিক ব্যয়ের বোঝা না চাপে। শক্তিসম্পদের দাম লাগাতার বেড়ে চলেছে। এহেন পরিস্থিতিতে কম দামে তেল কিনতে আগ্রহী সব দেশ। ভারতও সেই একই কাজ করছে।” সেই সঙ্গে জয়শঙ্কর বলেছেন, “ভারতের নাগরিকদের গড় আয় খুবই কম। ফলে চড়া দাম দিয়ে শক্তিসম্পদ কেনা সম্ভব নয়। কম দামে শক্তিসম্পদ জোগানের ব্যবস্থা করা আমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে।”
জয়শঙ্করের মতে, এর আগেও বহুবার ভারতের তরফে বলা হয়েছে যে, নাগরিকদের পক্ষে চড়া দামে শক্তি সম্পদ কেনা সম্ভব নয়। প্রত্যেকটি দেশ ভারতের নীতি সম্পর্কে ওয়াকিবহাল। সেই সঙ্গে তিনি বলেছেন, “যেহেতু রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে কিছু ইউরোপীয় দেশ। তার বদলে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল আমদানি করছে। তার ফলে চড়া দামে তেল বিক্রি করছে আরব দেশগুলো এবং অত বেশি দাম দিয়ে তেল কেনা সম্ভব নয় ভারতের পক্ষে।” তবে এই প্রথম বার নয়, এর আগেও বহুবার রুশ তেল আমদানি করা প্রসঙ্গে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন জয়শঙ্কর। মার্কিন যুক্তরাষ্ট্রে ২+২ বৈঠকেও তিনি বলেছিলেন, ভারত একমাসে যে পরিমাণ রুশ তেল কেনে, ইউরোপের দেশগুলো এক সন্ধ্যায় তার থেকে বেশি পরিমাণ তেল কেনে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখার কারণে বেশ কয়েকবার ভারতের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে আমেরিকা। কিন্তু বরাবরই নিজেদের অবস্থানে অটল থেকেছে ভারত।
india
Russia
Ukraine
s jaishankar
crude oil
russia-ukraine war
russian oil
External Affairs Minister
oil import
buy russian oil
low price energy