নিজস্ব সংবাদদাতা: IITM গবেষকদের একটি সাম্প্রতিক গবেষণা অনুযায়ী প্রাত্যহিক জীবনের অন্যান্য ব্যাপার গুলোর মতই, আগামী পাঁচ দশক জলবায়ু পরিবর্তনে ফলে ভারতের সৌর এবং বায়ুশক্তির সম্ভাবনা বাড়তে পারে।
পশ্চিমবঙ্গের রিনিউয়াল এনার্জি পলিসি তৈরি হয়েছিল ২০১২ সালে। তখন ২০২২ সালের মধ্যে সৌরশক্তি ক্ষমতাসম্পন্ন রাজ্য হওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছিল সরকার। তবে ১৭৬ মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ এখনও পর্যন্ত উৎপাদন করতে সক্ষম হয়েছে পশ্চিমবঙ্গ। একইভাবে বায়ুশক্তির জন্য রাজ্য ২০২২ সালের মধ্যে ৪৫০ মেগাওয়াটের সম্ভাবনা চিহ্নিত করেছিল, যদিও MNRE-এর তথ্য অনুসারে এইমুহূর্তে বিদ্যুৎ শক্তির উৎপাদন রাজ্যের শূন্য। তবে সংশ্লিষ্ট দফতরের তথ্য অনুযায়ী এখন উৎপাদিত হয় ২.৫ মেগাওয়াট।