নিজস্ব সংবাদদাতাঃ বড় পাচারচক্র ধরে ফেলল বৈকন্ঠপুর বন দফতর। একইসঙ্গে রেড পান্ডার চামড়া থেকে শুরু করে চিতাবাঘের চামড়া পর্যন্ত উদ্ধার হয়েছে। এই ঘটনায় জড়িত থাকায় তিন নেপালের নাগরিক তথা পাচারকারীকে গ্রেফতার করেছে বৈকন্ঠপুর বনবিভাগ। তাঁদের কাছ থেকে দুটি রেড পান্ডার চামড়া এবং একটি চিতাবাঘের চামড়া উদ্ধার হয়েছে। বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের অফিসার সঞ্জয় দত্ত গোপন সূত্রে খবর পান। তারপর তিনি তাঁর টিম নিয়ে সেই সূত্রের ভিত্তিতে অভিযান চালায়। আর তখন এই তিন পাচারকারী সহ চামড়াগুলো উদ্ধার করা হয়। এগুলোর বাজার মূল্য ৩০ লক্ষ টাকার বেশি। ধৃত তিনজনের নাম চন্দ্রপ্রকাশ চেমজং, গোবিন্দ সানবা লিম্বু, ইয়াকপু শেরপা। প্রত্যেকেরই বাড়ি নেপালে।
বন দফতর সূত্রে খবর, এদের কাছে রাখা ব্যাগ থেকেই বন্যপ্রাণীর চামড়া উদ্ধার হয়। রেড পান্ডার চামড়া উদ্ধারের ঘটনা এই প্রথম ঘটল। চামড়াগুলো ভুটানে পাচার করার ছক হচ্ছিল। ভুটানে এক চিনা নাগরিকের হাতে এই বন্যপ্রাণীর চামড়া তুলে দেওয়ার কথা ছিল। ৩০ লক্ষ টাকার বিনিময়ে গোটা পরিকল্পনা করা হয়েছিল। ধৃত তিনজনকে জেরা করে বড় চক্রের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা।