নিজস্ব সংবাদদাতাঃ ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া। পঞ্চমবারের জন্য দুটি ক্রজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সিওলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এই তথ্য প্রকাশ্যে এসেছে। বুধবার সিওলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। চীন ও তাইওয়ানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং অন্যান্য বৈশ্বিক সমস্যাগুলোর মধ্যে উত্তর কোরিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
মঙ্গলবার মার্কিন বিমান বাহিনী নিরস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে এয়ার ফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড।