নিজস্ব সংবাদদাতাঃ যৌন উদ্দীপনা জাগিয়ে তোলে এমন পোষাক পরিহিত অবস্থায় যদি কেউ শ্লীলতাহানির শিকার হন, তাহলে সেই ঘটনাকে যৌন হেনস্তা বলা যাবে না। গত ১২ আগস্ট যৌন হেনস্তা সংক্রান্ত একটি মামলায় এমনই রায় দিল কেরালার কোঝিকোড়ের দায়রা আদালত। এবং যৌন হয়রানির মামলায় সক্রিয় কর্মী নাগরিক চন্দ্রনকে জামিন দেওয়া হয়।
আদালত যৌন হেনস্তা সংক্রান্ত মামলার রায়ে আরও জানিয়েছে যে শারীরিক সম্পর্ক ছিল বলে স্বীকার করে নিলেও, এটা বিশ্বাস করা অসম্ভব যে ৭৪ বছর বয়সী এবং শারীরিকভাবে অক্ষম একজন ব্যক্তি জোর করে ডিফ্যাক্টো অভিযোগকারীকে তার কোলে রাখতে পারে। আদালত আরও পর্যবেক্ষণ করেছে।