‘‌মানুষকে বোকা বানানোর নতুন ফান্ডা’‌, অভিষেকের পোস্টারে কটাক্ষ দিলীপের

author-image
Harmeet
New Update
‘‌মানুষকে বোকা বানানোর নতুন ফান্ডা’‌, অভিষেকের পোস্টারে কটাক্ষ দিলীপের

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ কলকাতা জুড়ে হোর্ডিং পড়েছে। যেখানে লেখা ‘নতুন তৃণমূল’। আর সেই হোর্ডিংয়ে রয়েছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেই হোর্ডিংয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। যা অনেকের কাছে বিস্ময়ের। কারণ এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের একক ক্যারিশ্মায় ক্ষমতায় উঠে এসেছে। সেখানে ২০২২ সালে হাজরা থেকে রাসবিহারী মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং পড়েছে। যেখানে লেখা ‘‌আগামী ছ’মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল।’‌ আর আজ, বুধবার এই হোর্ডিংয়ের সমালোচনা করছেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। 


দিলীপ ঘোষ বলেন, ‘‌দুর্নীতির হাত মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। ইঞ্চি সাইজ থেকে ফুট সাইজ তৃণমূল কংগ্রেসের সব নেতারাই দুর্নীতিগ্রস্ত। তাই মানুষকে বোকা বানানোর একটি নতুন ফান্ডা তৈরি করা হয়েছে।’‌