বিপদসীমা ছুঁয়েছে নদীর জলস্তর

author-image
Harmeet
New Update
বিপদসীমা ছুঁয়েছে নদীর জলস্তর

নিজস্ব সংবাদদাতাঃ বিপদসীমার ওপর দিয়ে বইছে একাধিক নদী মধ্যপ্রদেশে। এদিকে চিন্তায় ঘুম উড়েছে প্রশাসনের। জানা গিয়েছে, নর্মদাপুরমে জলস্তর বাড়ার পর সতর্ক প্রশাসন, বিপদসীমা স্পর্শ করেছে জল। ডিএম এন কে সিং জানিয়েছেন, 'যদিও জল স্তর বৃদ্ধি পেয়েছে, আমরা এখনও অ্যালার্মের মাত্রা থেকে ১.৫ ফুট দূরে আছি। যদি জল আরও বেড়ে যায় এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়, তাহলে আরও মানুষকে সরানো হবে, আমরা প্রস্তুত।'