নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর নির্মল হৃদয় আশ্রম ময়দান হাই স্কুল সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত হল দিবারাত্র ব্যাপী ফুটবল টুর্নামেন্ট। স্বর্গীয় মদনমোহন খান ও স্বর্গীয় বিজলাবালা খানের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় ওল্ড প্রদীপ সংঘ। ঐতিহ্যশালী ফুটবল প্রতিযোগিতা ২৮ তম বর্ষে পদার্পণ করল। সংস্থার ক্রীড়াকর্তারা জানান, কোভিড পরবর্তী পরিস্থিতিতে স্বাভাবিক হচ্ছে জনজীবন। গৃহবন্দী জীবন ছেড়ে খেলাধুলা ও শরীর চর্চায় ফিরেছে যুবসমাজ। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নির্মল হৃদয় আশ্রমের ফাদার ভিনসেন্ট লোবো মহাশয়, মেদিনীপুর বিধায়িকা জুন মালিয়া, প্ৰদ্যুৎ ঘোষ, আশীষ চক্রবর্তী, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সন্দীপ সিংহ, মহাশয়গণ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী হিমাদ্রী খান, সুভাষ আগারওয়াল, শ্রী ব্রজরং লাল আগারওয়াল, সুতনু চক্রবর্তী, ত্রিনাথ চ্যাটার্জী, আনন্দগোপাল মাইতি প্রমুখ।ফাইনাল ম্যাচ জিতেছে Rangoli Rider Midnapore। এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতন। পাশাপাশি খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু দর্শক। এ ধরনের টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় বাড়তি উদ্দিপনা জাগাচ্ছে খেলোয়াড়দের মধ্যেও। জেলার থেকে বহু ফুটবল প্লেয়ার ইতিমধ্যেই রাজ্য ও জাতীয় স্তরে স্বীকৃতি লাভ করেছে।