তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের রক্তাক্ত হল রায়না

author-image
Harmeet
New Update
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের রক্তাক্ত হল রায়না

নিজস্ব সংবাদদাতাঃ ফের অশান্ত পূর্ব বর্ধমানের রায়না। দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার সময় তৃণমূল নেতার ওপর সশস্ত্র হামলা। রাস্তায় ফেলে তাঁকে মারধরের অভিযোগ। গুরুতর আহত হয়েছেন গোলাম মোস্তাফা মল্লিক নামে তৃণমূল কংগ্রেসের এক নেতা। তিনি ব্লক সভাপতি বামদেব মণ্ডলের ঘনিষ্ঠ। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, বামদেব মণ্ডল এলাকার আরেক প্রভাবশালী তৃণমূল নেতা তথা জেলা সভাধিপতি ও বিধায়ক শম্পা ধারার গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছে। মূলত প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এই বিবাদ। বামদেব মণ্ডলের অভিযোগ, আক্রান্ত তৃণমূল নেতা মঙ্গলবার রাতে দলীয় কার্যালয়ে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পথে জোতসাদি আর বেলসরের মাঝে কয়েকজন দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হন।

আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা জানিয়েছেন, মোস্তাফার পায়ের হাড় ভেঙে গিয়েছে। তাঁর আঘাত গুরুতর। যদিও দলীয় তরফে এখনও পর্যন্ত তেমন কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।