ওবামাকে ধন্যবাদ দিলেন বাইডেন

author-image
Harmeet
New Update
ওবামাকে ধন্যবাদ দিলেন বাইডেন


নিজস্ব সংবাদদাতাঃ মুদ্রাস্ফীতি হ্রাস আইনকে আমেরিকার ভিবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসাবে দেখছেন জো বাইডেন। ইতিমধ্যেই এটিকে আইনে পরিণত করার কাজ সম্পন্ন হয়েছে। ট্যুইট করে এই কথা জানান বাইডেন নিজেই। 

How Close Are Barack Obama and Joe Biden? - The New York Times

বাইডেনের ট্যুইটের পরেই এই আইনের প্রশংসা করেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা। ট্যুইট করে তিনি বাইডেনের প্রশংসা করেন। এবার বারাক ওবামার ট্যুইটের রিপ্লাই দিয়ে তাকে ধন্যবাদ জানালেন জো বাইডেন।

Barack Obama refers to Joe Biden as 'vice president' at White House event.  See what happened next in viral video - Trending News News