নিজস্ব সংবাদদাতা: ইস্ট্রোজেন হরমোন হল নারী শরীরে উৎপন্ন হওয়া একটি হরমোন। এই হরমোন নারী শরীরে যৌন আকাঙ্খা বৃদ্ধি করে। তবে জানেন কি ইস্ট্রোজেন হরমোনের কোথা থেকে নিঃসৃত হয়? ইস্ট্রোজেন হরমোন নারীর ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল, অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে ও অমরা থেকে নিঃসৃত হয় ।