হরি ঘোষ, দুর্গাপুর: ১৬ আগস্ট রাজ্যজুড়ে পালিত হচ্ছে 'খেলা হবে দিবস'। এই দিবস উপলক্ষে রাজ্যের ব্লকে ব্লকে তৃণমূল-কংগ্রেস নেতৃবৃন্দ এলাকায় 'খেলা হবে দিবস' উপলক্ষে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করেছেন। পাণ্ডবেশ্বর বিধানসভার গোগলা অঞ্চল তৃণমূল-কংগ্রেসের পরিচালনায় 'খেলা হবে দিবস' সাড়ম্বরে সঙ্গে পালন করা হল। গোগলা অঞ্চল তৃণমূল-কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক ও দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতির অনুপ্রেরণায় আজকের দিনে তাঁরা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন।
এদিনের এই খেলায় মোট চারটি ফুটবল দল অংশ নিয়েছেন। তিনি জানান, এই খেলায় বিজয়ীদের নগদ ১০ হাজার টাকা এবং ফাইনালে যারা পরাজিত হবেন তাদের নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়াও দুই দলের প্রত্যেককে একটা করে জার্সি দেওয়া হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চারটি দলকেই এদিন ফুটবল দেওয়া হয়েছে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের চূড়ান্ত পর্যায়ের খেলাটি হয় গোগলা গ্রাম ও বনগ্রামের মধ্যে। গোগলা গ্রাম ২-০ গোলে জয় লাভ করে।