হরি ঘোষ, দুর্গাপুর: প্রতিদিনকার মতো পড়শীদের সঙ্গে কথা বলতে বাইরে গিয়েছিলেন দুর্গাপুর ইস্পাত নগরী লাগোয়া মহুয়া বাগান এলাকার একটি ঝুপড়ির ঘরের লোকজন। আর বরাত জোর হয়তো একেই বলে। মঙ্গলবার দুপুর একটা নাগাদ সেখানকার বস্তির মধ্যে বিদ্যুতের হাইটেনশন তার ছিঁড়ে পড়ে একটি ঘরের টালির চালে। নিমেষে আগুন ধরে যায় ঐ ঘরে। তখন কেউ ঘরে ছিলেন না। ঘরের ভেতরে থাকা একটি বাইক, আসবাবপত্র- সহ বাকি জিনিসপত্র নিমেষে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কোনোরকমে রান্নার গ্যাসের সিলিন্ডার ঘরের বাইরে বের করে এনেছিলেন স্থানীয়রা।
নাহলে আরো বড় বিপদ ঘটার আশঙ্কা ছিল। প্রথমে হাইটেনশন তার গাছের সঙ্গে ঘষা লেগে আগুন লাগে। এরপর তার ছিঁড়ে নিচে ঐ টালির চালের ওপর পড়ে। কিন্তু কোনোক্রমে রক্ষা পায় এলাকায় থাকা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বস্তি বাড়ি। স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকলে খবর দিয়েছিলেন। খবর দেওয়া হয় স্থানীয় বিজন ফাঁড়িতে। এরপর দমকলের একটি ইঞ্জিন আসে। পড়ে আরো একটি ইঞ্জিন এসে প্রায় ঘন্টাখানেকের চেষ্টাতে কোনওরকমে আগুন নিয়ন্ত্রণে আনে। নিমেষে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বিদ্যুৎ দফতরে। তাড়াতাড়ি তাঁরাও ঘটনাস্থলে ছুটে আসেন। শাট ডাউন করে দেওয়া হয় পুরো এলাকা। দুর্গাপুর নগর নিগমের স্থানীয় কাউন্সিলর নিজাম হোসেন মন্ডলও ছুটে আসেন ঘটনাস্থলে। শুরু হয় গাছ কাটার কাজ। তবে স্থানীয়দের অভিযোগ, আগেই যদি এই কাজটা করা যেত তাহলে এই দুর্ঘটনা ঘটতো না।