নিজস্ব প্রতিনিধি-ত্রিপুরার অমরপুরের নতুন বাজার এলাকায় পানীয় জলের সংকটের প্রতিবাদে সড়ক অবরোধে সামিল হয় জনসাধারণ।স্থানীয় লোকজন জানান, জল সঙ্কটের কারণে তারা ঠিকমতো রান্নাও করতে পারছেন না এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পারছেন না, কাপড়-চোপড় ধোয়া থেকে শুরু করে বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা।
সেখানে সড়ক অবরোধের কারণে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে পিডব্লিউডি এবং পিডব্লিউএস আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান এবং গ্রামবাসীদের আশ্বস্ত করেন যে তাদের সমস্যা শীঘ্রই সমাধান করা হবে।"যেখানে রাজ্যের মানুষ দিনে দুবেলা জল পায়, আমাদের গ্রামে আমরা ৩ দিনে একবেলা জল পাই না৷ আমরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছি" বলে জানান এক এলাকাবাসী।