নিজস্ব সংবাদদাতাঃ টেবিল টেনিসের মিক্সড ডাবলস ইভেন্টে চাইনিজ তাইপেই জুটির কাছে ০-৪ ফলে পরাজিত হলেন ভারতের শরথ কমল-মনিকা বাত্রা। মাচের ফল তাইপেই জুটি, যুন-জু-লিন এবং আই-চিং-চেং-এর পক্ষে। একপেশে ম্যাচের চারটি গেমের একটিতেও জিততে পারেননি ভারতের তারকা টেবিল টেনিস জুটি। চারটি গেমের ফল যথা- ১১-৮, ১১-৬, ১১-৫ এবং ১১-৪।