"চোর ধরো জেলে ভরো" কর্মসূচিকে ঘিরে উত্তেজনা

author-image
Harmeet
New Update
"চোর ধরো জেলে ভরো" কর্মসূচিকে ঘিরে উত্তেজনা

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : সিপিআইএমের "চোর ধরো জেলে ভরো" কর্মসূচিকে ঘিরে উত্তেজনা মেদিনীপুর শহরে। মাথা ফাটলো বেশ কয়েকজনের। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে সিপিআইএমের র রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম এবং জেলা সম্পাদক সুশান্ত ঘোষের নেতৃত্বে "চোর ধরো জেলে ভরো" কর্মসূচিকে সামনে রেখে মেদিনীপুর শহরে মিছিল এবং জেলাশাসক দফতরে বিক্ষোভকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। 


মাথা ফাটে বেশ কয়েকজন সিপিএম কর্মীর। চললো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। কার্যত উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় গোটা শহর জুড়ে।