টোকিও অলিম্পিকঃ কোয়ার্টার ফাইনালে কোরিয়ান জুটির মুখোমুখি হবেন দীপিকা-প্রবীণ

author-image
Harmeet
New Update
টোকিও অলিম্পিকঃ কোয়ার্টার ফাইনালে কোরিয়ান জুটির মুখোমুখি হবেন দীপিকা-প্রবীণ

নিজস্ব সংবাদদাতাঃ তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ভারতের দীপিকা কুমারি-প্রবীণ যাদব জুটি মুখোমুখি হবেন দক্ষিণ কোরিয়ার আন সান-কিম-জে-দক জুটির। ভারতীয় সময় অনুযায়ী সকাল ১১:০৪-এ তাঁদের ম্যাচ শুরু হবে।