নিজস্ব সংবাদদাতাঃ বর্তমান যুগে স্মার্টফোন এক গুরুত্বপূর্ণ বস্তু। ছোট থেকে বড় সকলেই ব্যবহার করে এই স্মার্টফোন। এটি একটি অত্যন্ত অপরিহার্য জিনিস। এবার শুধু মনুষ্যজাতিই নয়, প্রাণী সম্প্রদায়ের মধ্যেও দেখা গেছে এবার স্মার্ট ফোনের প্রতি আকৃষ্ট হতে। সম্প্রতি ট্যুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে স্মার্টফোনের প্রতি একটি বাঁদর বাচ্চা কীভাবে আকৃষ্ট হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, কোনও এক ব্যক্তি একটি বাঁদর ও তার শাবকের ছবি তোলার জন্য ফোন বের করেছিল। তার হাতের স্মার্টফোন দেখে বেশ আনন্দ পেয়েছিল বাঁদর ছানাটি। ওই ব্যক্তির হাত থেকে স্মার্টফোন কেড়ে নিতে উদ্যত হয় বাঁদর ছানাটি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যতবার বাচ্চা বাঁদরটি ফোন কেড়ে নিতে গিয়েছে ততবারই তাকে সরিয়ে এনেছে মা বাঁদরটি। একবার ওই স্মার্টফোন হাতে নিয়ে দেখার লোভ সামলাতে পারেনি সে।
এই ভিডিও দেখা বেজায় মজা পেয়েছে নেটিজেনরা। ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন। এই আইএফএস অফিসার মাঝে মাঝে দারুণ সব মজার ভিডিও শেয়ার করেন ট্যুইটারে। এবারেও তেমন হয়েছে। আর তাঁর শেয়ার করা ভিডিও ভাইরাল হতেও বেশি সময় লাগেনি।