নিজস্ব সংবাদদাতাঃ এবার সংবাদমাধ্যমের ওপর কোপ পড়ল প্রশাসনের। জানা গিয়েছে, মঙ্গলবার জম্মু কাশ্মীরের জেলা প্রশাসন। রামবানের জেলা প্রশাসন "ভুয়ো খবর প্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার" জন্য সাতটি নিউজ পোর্টালের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সরকারি আদেশে আরও অভিযোগ করা হয়েছে যে, এখন নিষিদ্ধ নিউজ পোর্টালগুলি জেলার সরকারি কর্মকর্তাদের হয়রানি করছে। রামবানের ডেপুটি কমিশনার মুসারাত ইসলাম ঘোষণা করেছেন যে প্রথম পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে, সমস্ত নিউজ পোর্টাল যা প্রকৃত প্রমাণপত্রাদি তৈরি করতে ব্যর্থ হবে সেগুলিও নিষিদ্ধ করা হবে।