নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকান সামোয়া দ্বীপ অঞ্চলে ভূমিকম্পের গতিবিধি পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি ভূমিকম্পের প্রভাব সম্ভাব্য আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ব্যাপারে আগাম সতর্কতা সঞ্চার করেছে বিজ্ঞানীদের সঙ্গে। সাধারণ মানুষের মধ্যেও এ ব্যাপারে কৌতূহল জেগেছে। বিগত কয়েক সপ্তাহ ধরে, ভূমিকম্পগুলি মনু'আ দ্বীপপুঞ্জে ভয়ের সঞ্চার করেছে। বাসিন্দারা ২৬ শে জুলাই থেকে একাধিকবার কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছেন।