নিজস্ব সংবাদদাতাঃ ফের তামিলনাড়ু-কেরল সীমান্তে হাতির মৃত্যু । জানা গিয়েছে, তামিলনাড়ু-কেরল সীমান্তের আট্টাপাডি ও আনাইকাট্টি এলাকায় গত ৪ দিন ধরে মুখে চোট পাওয়া একটি অসুস্থ বুনো হাতি আজ বিকেলে মারা গিয়েছে। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে হাতিটি খাবার খাচ্ছিল না।