কলকাতায় দ্রুত চালু হয়ে যেতে পারে ইন্ডিপেনডেন্স মিউজিয়াম

author-image
Harmeet
New Update
কলকাতায় দ্রুত চালু হয়ে যেতে পারে ইন্ডিপেনডেন্স মিউজিয়াম

নিজস্ব সংবাদদাতা: ১৯০৬ সালে তৈরি হওয়া ২১ ফুট পাঁচিল ঘেরা আদিগঙ্গার পাড়ের লাল রংয়ের বাড়িটি অনেক ইতিহাসের সাক্ষী। সেখানে ব্রিটিশ জমানায় সময় কেটেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু, বিধানচন্দ্র রায়দের।সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাসদের ব্যবহৃত কুঠুরি ‘হেরিটেজ সাইট’ হিসাবে চিহ্নিত রয়েছে।দ্রুত সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হতে পারে আলিপুর ইন্ডিপেনডেন্স মিউজিয়াম৷ শেষ মুহূর্তের কাজ খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম নবনির্মিত মিউজিয়াম ঘুরিয়ে দেখান মমতা বন্দোপাধ্যায়কে৷ হেরিটেজ সাইট অক্ষুণ্ণ রেখেই তৈরি হয়েছে এই মিউজিয়াম।