হরি ঘোষ, দুর্গাপুর : পানাগড়ে দুই সন্তান সহ মা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতীর ঘটনায় অণ্ডাল জিআরপি অভিযুক্ত স্বামীকে আসানসোল জেলা আদালতে পেশ করে। প্রসঙ্গত,স্বাধীনতা দিবসের দিনই ট্রেনের সামনে দুই সন্তানকে নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বছর ৩০-এর সীমা পণ্ডিত। অভিযোগ, স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচতেই আত্মহত্যা করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে সোমবার পানাগড় স্টেশন সংলগ্ন অনুরাগপুরের কাছে রেল লাইনে। তাদের বাড়ি বুদবুদের ধরলা মোড়ের কাছে। খবর পেয়ে রেল পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এলাকা সূত্রে জানা গিয়েছে, নিত্যদিন মহিলার স্বামী দশরথ মদ খেয়ে বাড়ি ফিরে ওই মহিলাকে মারধর করতো। রবিবার সন্ধ্যায় বাড়ি ফিরে তার স্বামী তাকে মারধর করে বলে অভিযোগ।স্বামীর অত্যাচারের হাত থেকে রেহাই পেতেই ওই মহিলা রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ট্রেনের সামনে দুই ছেলেকে নিয়ে ঝাঁপ দেন।সোমবার ভোরে এলাকার মানুষ মৃতদেহ পরে থাকতে দেখে রেল পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।