নিজস্ব সংবাদদাতাঃ সাধারণ মানুষ আবারও বড় ধাক্কা খেয়েছে। এবার আমুল দুধের দাম আবার বেড়েছে। এই নতুন দামগুলি ১৭ই আগস্ট থেকে কার্যকর হবে। অর্থাৎ কাল থেকে আমুল মিল্কের জন্য বেশি টাকা দিতে হবে। আমুল কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, আমেদাবাদ, গুজরাট, দিল্লি, এনসিআর, মুম্বই এবং পশ্চিমবঙ্গে এই নতুন হার প্রযোজ্য হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ৫০০ গ্রাম আমুল গোল্ডের নতুন দাম এখন ৩১ টাকা, আর আমুল তাজার নতুন দাম হবে ৫০০ গ্রামের জন্য ২৫ টাকা। এছাড়া আমুল শাকিত দুধের নতুন দাম ৫০০ গ্রামের জন্য হবে ২৮ টাকা। দুধের পরিচালন খরচ ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।