নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বর : মঙ্গলবার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত নবগ্রাম পঞ্চায়েতের পরিচালনায় কুমারডিহি উদয়ন ক্রিকেট ময়দানে খেলা দিবস উপলক্ষে আটটি দলের একদিনের মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে মহিলা ফুটবল দল অংশগ্রহণ করেছে। এই খেলার শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী।
তার সাথে ছিলেন পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ দলুই,পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউড়ি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ কিরীটি মুখার্জি।একদিনের এই খেলায় জয়ী দলকে দশ হাজার টাকা ও ট্রফি দিয়ে সম্মান জানানো হবে । অন্যদিকে পরাজিত দলকে আট হাজার টাকা ও ট্রফি দিয়ে সম্মানিত করা হবে বলে খেলার উদ্যোক্তারা জানান।