নিজস্ব সংবাদদাতা: ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি । কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় মারাত্মক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সূত্রে খবর, এবছর এখনও পর্যন্ত, কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২২৯। ডেঙ্গি মোকাবিলায় সম্প্রতি একটি বৈঠক করে কলকাতা পুরসভা। সেখানে স্বাস্থ্য দফতরের তরফে মেয়রের হাতে তুলে দেওয়া হয় একটি রিপোর্ট । সেখানে, কলকাতার ১৩টি ওয়ার্ডকে ‘অতি ডেঙ্গি প্রবণ’ বলে চিহ্নিত করা হয়েছে।