নিজস্ব সংবাদদাতা: আজাদি কি মহোৎসব পালনের মধ্যে দিয়ে নয়া স্মার্ট কার্ড চালু করল কলকাতা মেট্রো। শনিবার থেকেই বিভিন্ন মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে যাত্রীরা এই বিশেষ মেমেন্টো কার্ড সংগ্রহ করতে পারছেন।নোয়াপাড়া-কবি সুভাষ রুটের সঙ্গে সঙ্গে ইস্ট-ওয়েস্ট রুটেও ব্যবহার করা যাবে এই কার্ড। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ২ লাখ ৩০ হাজার বিশেষ স্মার্ট কার্ড তৈরি করেছে মেট্রো। যা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে স্বাধীনতা দিবসের দিন।স্বাধীনতার অমৃত মহোৎসবে সামিল কলকাতা মেট্রোও । কলকাতার বিভিন্ন বিখ্যাত স্থানের ছবির বদলে এই স্মার্ট কার্ডে রয়েছে 'আজাদির অমৃত মহোৎসবের লোগো।