নিজস্ব সংবাদদাতা : মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের ছবি নিয়ে স্বাধীনতা দিবসে তেরঙ্গা যাত্রা করে তীব্র সমালোচনার মুখে পড়লো অখিল ভারতীয় হিন্দু মহাসভা ।সমাবেশের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার পরই ব্যাপক সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহল থেকে শুরু করে অন্যান্য মহলেও।
সোমবার উত্তরপ্রদেশের মুজাফফরনগরে যাত্রা বের করে ডানপন্থী সংগঠনটি। হিন্দু মহাসভার নেতা যোগেন্দ্র ভার্মা বলেন যে তারা যাত্রার সময় বেশ কয়েকজন বিপ্লবীর ছবি বহন করছিলেন এবং গডসের ছবি থাকার বিষয়টিও স্বীকার করে নিয়েছেন তিনি।
Akhil Bhartiya Hindu Mahasabha flaunts picture of Gandhi's assassinator Nathuram Godse during a "Tiranga Yatra" in India's Muzaffarnagar, Uttar Pradesh on Independence Day. pic.twitter.com/fr9zkmYXEv