শ্রীলঙ্কার বন্দরে নোঙর করেছে চিনের 'গুপ্তচর' জাহাজ

author-image
Harmeet
New Update
শ্রীলঙ্কার বন্দরে নোঙর করেছে চিনের 'গুপ্তচর' জাহাজ

নিজস্ব সংবাদদাতা : ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যেই শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে নোঙর করলো চিনের 'গুপ্তচর' জাহাজ ইউয়ান ওয়াং-৫। বোর্ডে প্রায় ২০০০ নাবিক সহ জাহাজটিতে স্যাটেলাইট এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ট্র্যাক করার সুবিধা রয়েছে এবং ২২ আগস্ট পর্যন্ত জাহাজটির শ্রীলঙ্কার বন্দরে থাকার কথা রয়েছে। ভারত কলম্বোকে ডোর্নিয়ার মেরিটাইম রিকনাইস্যান্স বিমান উপহার দেওয়ার একদিন পরেই বিষয়টি প্রকাশ্যে এল।যদিও শ্রীলঙ্কা প্রাথমিকভাবে হাম্বানটোটা বন্দরে স্যাটেলাইট এবং ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং জাহাজের জন্য অনুমতি প্রত্যাখ্যান করেছিল। চিনের প্রতিবাদের পর অনুমতি মেলে।দুই দেশের মধ্যে আলোচনার বিশদ বিবরণ অবশ্য অধরা রয়ে যাওয়ায় চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে চাননি।চিনের জাহাজটির প্রাথমিকভাবে ১১ থেকে ১৭ আগস্টের মধ্যে হাম্বানটোটা বন্দরে যাওয়ার কথা ছিল।শ্রীলঙ্কা ইউয়ান ওয়াং-৫কে তার বন্দরে বার্থ করার অনুমতি দিয়েছে।১৩ আগস্ট শ্রীলঙ্কার বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে যে কলম্বো 'কিছু উদ্বেগ' নিয়ে ব্যাপক আলোচনা করেছে। ভারত শ্রীলঙ্কাকে একটি ডর্নিয়ার মেরিটাইম রিকনাইস্যান্স বিমান উপহার দেওয়ার একদিনেরও কম সময়ের মধ্যে জাহাজটির 'পুনঃপূরণের উদ্দেশ্যে' সফরটি এসেছে। এটি দ্বীপ দেশটিকে তার উপকূলীয় জলে মানব ও মাদক পাচার, চোরাচালান এবং অন্যান্য সংগঠিত অপরাধের মতো একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম করবে।